Sunday, December 7, 2025

যোগী রাজ্যে সব অভিযোগ থেকে মুক্ত চিকিৎসক কাফিল খান

Date:

Share post:

সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেলেন গোরক্ষপুরের চিকিৎসক কাফিল আহমেদ খান।যদিও এই অভিযোগ থেকে মুক্তি পেতে 2 বছর পেরিয়ে গেল। গোরক্ষপুরের সরকারি হাসপাতালে 63 জন শিশুর মৃত্যুতে মূল অভিযোগ উঠেছিল চিকিৎসক কাফিলের বিরুদ্ধেই। ওই ঘটনার পরেই তাকে গ্রেফতার করা হয়। হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা কমে যাওয়ার জন্য পুরো দায়টাই কাফিলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। যে উত্তরপ্রদেশ সরকার তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিল, সেই রাজ্য সরকারের রিপোর্টেই তাঁকে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, 2017 সালে 10 এবং 11 অগাস্ট গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল 63 জন শিশুর। ওই হাসপাতালেই শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন কাফিল খান।এরপরেই বেশ কিছু ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় অসুস্থ হয়ে পড়া শিশুদের কোলে নিয়ে নিজের ব্যক্তিগত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন খান। আর এর থেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিল উত্তরপ্রদেশ সরকার।

সরকারের রিপোর্টে বলা হয়, নিজের চিকিৎসা কেন্দ্রের প্রয়োজনেই সরকারি হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সরিয়ে নিয়েছেন কাফিল। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি কর্তব্যে গাফিলতিরও অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতার করার পরেই হাজতে পাঠানো হয় খানকে। আট মাস জেলে থাকার পর 2018-এর এপ্রিলে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জামিন পান কাফিল। আদালত জানায়, গাফিলতির কোনও প্রমাণ খানের বিরুদ্ধে তারা পায়নি।চলতি বছরের এপ্রিলেই সরকারের কাছে রিপোর্ট জমা দেন তদন্তকারী আইএএস অফিসার হিমাংশু কুমার।

কী বলা হয়েছে ওই রিপোর্টে? তদন্ত রিপোর্ট জানাচ্ছে, কাফিল খান কর্তব্যে অবহেলা দেখাননি। তিনি হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়াতেও যুক্ত ছিলেন না। অক্সিজেন যে বাড়ন্ত তাও কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তদন্ত রিপোর্টে এ-ও বলা হয়েছে, বিপর্যয়ের সময় নিজের ব্যক্তিগত সংগ্রহ থেকে হাসপাতালের সাতটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছিলেন চিকিৎসক কাফিল খান। তবে, সরকার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়া সত্ত্বেও তিনি 2016 সালের অগাস্ট মাস পর্যন্ত তা চালু রেখেছিলেন বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।

আরও পড়ুন-পাওয়ার ইডি দফতরে যাওয়ার আগেই ইডির ফোন তাঁর কাছে! কিন্তু কেন?

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...