আকাশের মুখ কালো। মাঝে মাঝে ভয়ের বর্ষা সবাইকে ভয় দেখাচ্ছে। আগে পুজো চার দিনে সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন অনেক আগে থেকেই মানুষ পুজোতে আনন্দ করতে শুরু করে দেয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যখন বিরোধী দলে ছিলাম আমি আর পার্থ চট্টোপাধ্যায় দুজনে জাগোবাংলা শুরু করেছিলাম। আগামিদিনে আমাদের পরিকল্পনা জাগো বাংলা প্রতিদিন প্রকাশিত করার জন্য। এই কাগজ কাউকে কুৎসা করে না। যে চেষ্টা করুক না কেন বাংলা থেকে কাউকে সরাতে পারবে না। জাগো বাংলা ভালো করে পড়ুন বাংলাকে চিনুন। বাংলার মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমাদের সভ্যতা সব কিছু ভালো থাকবে।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী স্তোত্রপাঠও করেন।

আরও পড়ুন – পুজোয় কি অসুর হয়ে উঠতে পারে বৃষ্টি?
