জুয়ার আড্ডায় হানা কলকাতা পুলিশের । শেক্সপিয়র সরণিতে আরসালানের মালিক সহ আটক আরও বেশ কয়েকজন। শেক্সপিয়র সরণিতে আখতার পারভেজ সহ 6 জনকে আটক করল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা । তিন জায়গায় অভিযান করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এরই পাশাপাশি চলছে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান। পোকার খেলার অভিযোগে আটক।

সূত্র মারফত খবর পেয়েছিল গোয়েন্দা বিভাগ ৷ জানা যায়, পোকার বোর্ড বসিয়ে চলে জুয়া ৷ মোট তিনটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে দু’টিতে সঠিক তথ্য পেয়েছে পুলিশ ৷ আটক করা হয়েছে প্রখ্যাত আরসালানের রেস্তরাঁর মালিক আখতার পারভেজকে ৷


গ্রেফতারের পর আখতারকে নিয়ে যাওয়া হয়েছে শেক্সপিয়র সরণি থানায় ৷ তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

উল্লেখ্য, সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না আরসালানের। সম্প্রতি জাগুয়ার গাড়ি নিয়ে দুই বাংলাদেশিকে পিষে মারার অভিযোগ উঠেছিল তাদের পরিবারের উপর।

