প্রকাশিত হয়েছে নবারুণ ঘোষের নয়া সিডি ‘বিচিত্র বাংলা’

নবারুণ ঘোষ পেশায় একজন বিপণন ও আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক। কিন্তু পেশা শিক্ষকতা হলেও তাঁর প্যাশন গান। তাই পেশা ভিন্ন হলেও তাঁর সঙ্গীতের ওপর ভালবাসা একইভাবে বিদ্যমান। সেই ভালবাসা থেকেই সম্প্রতি আবার তাঁর সঙ্গীত জগতে ফিরে আসা। সম্প্রতি প্রকাশ হয়েছে নবারুণ ঘোষের দ্বিতীয় সিডি, যার নাম ‘বিচিত্র বাংলা’।

ইউডি-এর তত্ত্বাবধানে এই সিডি প্রকাশ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অলোক চৌধুরী, ইউডির কর্ণধার রাজকল্যাণ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সুদীপ্তা  ভাদুড়ি। এই সিডিতে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও  দ্বিজেন্দ্রগীতি মিলিয়ে মোট ন’টি গানের সংকলন আছে।

Previous articleওসামাকে বেরিয়ে আসার নির্দেশ দাপুটে অনিতার
Next articleবোমা বিস্ফোরণে কেঁপে উঠলো রায়গঞ্জ, তারপর যা হল