রোহিত ভেমুলার বিশ্ববিদ্যালয়ে ধরাশায়ী গেরুয়া

রোহিত ভেমুলাকে আশা করি ভোলেননি। দলিত হওয়ার অপরাধের গ্লানি নিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। রোহিতের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গেরুয়া পতাকাধারীদের পর্যুদস্ত করে বিরাট জয় পেল বাম-দলিত জোট। জিতল সব ক’টি আসন। গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার জোট হারিয়ে দিল এবিভিপিকে। চার ছাত্র সংগঠনে ছিল এসএফআই, দুলি স্টুডেন্টস ইউনিয়ান, আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ট্রাইবাল স্টুডেন্টস ফোরাম। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক পদে জিতেছে জোট। সভাপতি পদে জিতেছে বিহারের জাহানাবাদের হিন্দির গবেষ্ক অভিষেক নন্দন।

আরও পড়ুন – নারদ তদন্তে মুকুল-মির্জাকে মুখোমুখি বসিয়ে তদন্ত সিবিআইয়ের