BIG BREAKING: নারদ কাণ্ডের তদন্তে মুকুলের ফ্ল্যাটে সিবিআই, সঙ্গে মির্জা

কোথায় নেওয়া হয়েছিল? টাকা কীভাবে হয়েছিল লেনদেন? তা জানতে রবিবার সকালে এসএমএইচ মির্জাকে নিয়ে সোজা বিজেপি নেতা মুকুল রায়ের এলগিন রোডে ফ্ল্যাটে যায় সিবিআইয়ের দল। ঘটনার পুনর্নির্মাণের কথা না বললেও, কোথায় বসে কথাবার্তা হয় বা টাকা-পয়সার লেনদেন হলে সেটাই বা কোথায় হয়? সেটা জানতেই সিবিআই-এর তদন্তকারীদল মির্জাকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। শনিবারে মুখোমুখি বসে কথা বলা হয় এসএমএইচ মির্জাকে। সিবিআই সূত্রে খবর, মুকুল রায় কে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন মির্জা। এদিন সেইসব তথ্যের মিলিয়ে দেখতেই মুকুল রায়ের ফ্ল্যাটে মির্জাকে নিয়ে সিবিআই গিয়েছে বলে খবর। সেখানে মুকুল রায়ের উপস্থিতিতেই সমস্ত তথ্য মিলিয়ে দেখার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সেই ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি পুরো ঘটনা ক্যামেরাবন্দি করা হচ্ছে ।

আরও পড়ুন – মুকুল গড়ে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন 100 কর্মী

Previous articleফের বাড়লো প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা
Next articleমাতঙ্গিনী হাজরার মৃত্যুবার্ষিকীতে ট্যুইট করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রীর