মুকুল গড়ে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন 100 কর্মী

মুকুলগড় বলে পরিচিত উত্তর 24 পরগনার কাঁচরাপাড়াতে বিজেপি শিবিরে ভাঙন। লোকসভা নির্বাচনের সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া 100 কর্মী দলে ফিরলেন।
লোকসভা নির্বাচনের আগে ও পরে ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া অঞ্চলগুলিতে তৃণমূল শিবিরে ধাক্কা লাগে। মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের হাত ধরে অনেকেই তৃণমূল ছেড়ে যোগ দেন পদ্মে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে সুবোধ অধিকারী দলের হাল ধরার পর চাঙ্গা হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। খোদ মুকুল গড়ে পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 100 জন কর্মী। ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী হাত ধরে দলে ফিরলেন তাঁরা। উপস্থিত ছিলেন আলোরানি সরকার, সোনালি সিংহরায়, রাজা সরকার সহ একাধিক নেতৃত্ব।