শোভন চাইলেও দুর্গাপুজোয় আদৌ কি ফিরবে ইমেজ ?

প্রতিবছরই দুর্গা পুজোর আগে নিজের ওয়ার্ডে সক্রিয় উপস্থিতি টের পেয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শুভানুধ্যায়ীরা। এ বছরও তার ব্যতিক্রম চান না তিনি। দুর্গাপুজোয় নিজের ওয়ার্ডে পুরসভার দেওয়া ধুতি, শাড়ি এবং জামাকাপড় বিলি করতে চান তিনি । তবে বাস্তব পরিস্থিতিতে তা নিয়ে শোভনবাবুর আগ্রহ বাড়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। আবার বিজেপির প্রতি ‘মোহভঙ্গ’ হয়েছে বলেও ঘোষণা করেছেন।
তবে এখনও কলকাতা পুরসভার 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শোভন। মেয়র ছিলেন ওই ওয়ার্ডের প্রতিনিধি হিসেবেই।
তাই এবার পুজোটা কেমন ভাবে সামলাবেন শোভন তা নিয়ে জল্পনা তুঙ্গে