Thursday, November 6, 2025

অমিত শাহ আগ্রহী পুজো উদ্বোধনে, আমন্ত্রণ জোগাড়েই চরম ব্যর্থ বঙ্গ-নেতারা

Date:

বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ এ রাজ্যে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে আগ্রহী। কিন্তু বঙ্গ-বিজেপির নেতারা এখনও পর্যন্ত একটি পুজোরও আমন্ত্রণ
যোগাড় করতে পারেননি। আগামী 1 অক্টোবর সল্টলেকের BJ ব্লকের যে দুর্গাপুজোর উদ্বোধন করার কথা শাহের, সেটির জন্য রাজ্য বিজেপির কোনও নেতাই কৃতিত্ব দাবি করতে পারেন না।
এই যোগাযোগের রসায়ন আলাদা, তা বিজেপি নেতারা জানেন। অথচ অমিত শাহ চাইছেন পয়লা অক্টোবর কলকাতায় এসে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে। সল্টলেকের যে পুজোয় শাহ যাচ্ছেন, সেখানেও ‘জাগলারি’ আছে। BJ ব্লকের পুজো উদ্বোধন করবেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ। বিজেপির ‘সর্বভারতীয় সভাপতি’ অমিত শাহকে সেখানে আমন্ত্রণ জানানোই হয়নি।


বঙ্গ-বিজেপির সাংগঠনিক অবস্থা তথা নিজেদের ওজনদার নেতার দাবি এবার কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে। যে দলে 18জন সাংসদ এবং এদিক-ওদিক করে বেশ কিছু বিধায়ক আছে, সেই দল কিছু পুজো আনতে পারলো না, যেখানে শাহ যেতে পারেন। এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারেনা।

দলের একাধিক নেতা এখনও মরিয়া হয়ে কলকাতা এবং সল্টলেকের পুজো খুঁজে বেড়াচ্ছেন, যেখানে অমিত শাহকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত BJ ব্লক ছাড়া দ্বিতীয় কোনও পুজো জোটেনি। খিদিরপুর এলাকার একটি পুজোর সঙ্গে শেষমুহূর্তে কথা চালানো হচ্ছে। তবে এখানেও লাভ হওয়ার আশা বড়ই ক্ষীণ। এতবড় সুযোগ কাজে লাগানোর বিষয়ে বঙ্গ-বিজেপির নেতারা চরম ব্যর্থই হতে চলেছেন।
অজুহাত হিসেবে বিজেপি নেতারা রাজ্যের শাসক দলকে পরোক্ষে দোষারোপ করে দায় এড়াতে চাইছেন। বিজেপির সাফাই, তৃণমূলের ভয়ে কোনও পুজো কমিটিই শাহকে নিতে চাইছে না। ‘নীতিগতভাবে’ সমর্থন করলেও একাধিক পুজোর উদ্যোক্তারা নাকি প্রকাশ্যে অমিত শাহকে দিয়ে প্রতিমার উদ্বোধন করাতে পারছেন না। এ সবই ব্যর্থতা ঢাকার অজুহাত বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের পাল্টা যুক্তি, বামফ্রন্টের সোনালি দিনেও কংগ্রেস নেতারা দাপট দেখিয়েই অসংখ্য দুর্গাপুজোর উদ্বোধন করেছে। পরে তৃণমূল নেতারাও।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version