এই প্রথম এই দৃশ্য। বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ঘরে চা খেলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রসহ বাম নেতৃত্ব। রাজনৈতিক মহলের ইঙ্গিত: জোট হচ্ছে।

গান্ধীজীর জন্মদিন উপলক্ষ্যে প্রদর্শনী দেখতেই বামনেতাদের কংগ্রেস অফিসে যাওয়া। তারপর সোমেনবাবুর আমন্ত্রণে চায়ের আসর। পরে সাংবাদিকদের সামনেও যৌথভাবে আসেন নেতারা।

আরও পড়ুন-প্রথমে জেলের সেলে মির্জা, তৈরি হাসপাতাল ওয়ার্ডও
