টালা ব্রিজ বন্ধ থাকায় মানুষের ভোগান্তি কমাতে বাড়ল মেট্রো-ট্রেন

স্বাস্থ্য ঠিক না থাকায় টালা ব্রিজে বন্ধ যান চলাচল। এই কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে উদ্যোগী হল পূর্ব রেল ও মেট্রো রেল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নোয়াপাড়া পর্যন্ত বাড়িয়েছে মেট্রো।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিবাদী বাগ থেকে বারাকপুরের মধ্যে চলবে 3 জোড়া নতুন ট্রেন। বিবাদী বাগ থেকে ট্রেনগুলি ছাড়বে বেলা 10.38 মিনিট, দুপুর 1টা ও বিকেল 5.18 মিনিটে। ট্রেনগুলি বারাকপুরে পৌঁছবে যথাক্রমে 11.37 মিনিট, 2.02 মিনিট, বিকেল 4.15 মিনিটে। ফিরতি ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে বেলা 11.46 মিনিট, দুপুর 2.12 মিনিট ও বিকেল 4.30 মিনিটে। এছাড়া 30211 বিবাদী বাগ – দমদম লোকালের যাত্রাপথ বারাকপুর পর্যন্ত বাড়িয়েছে রেল। বাতিল থাকবে 33212 দমদম জংশন-শিয়ালদা লোকাল।

অন্যদিকে টালা ব্রিজ বন্ধ থাকায় দিনে 109টি ট্রেনের বদলে 121টি ট্রেন নোয়াপাড়া পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো।

Previous articleজেলে হঠাৎ অসুস্থ, হাসপাতাল ঘুরে সেলেই মির্জা
Next articleবেলুড় মঠ পরিদর্শনে রামনাথ কোবিন্দ