Monday, December 29, 2025

রাজীব-মামলার শুনানি আজ, দু’পক্ষই সুপ্রিম কোর্টে যাওয়ার সলতে পাকাচ্ছে

Date:

Share post:

রাজীব কুমারের আগাম জামিনের মামলার ফের শুনানি হবে আজ, সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আগামীকাল, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে শুরু হবে পুজোর ছুটি। তার আগে শেষ কাজের দিন মঙ্গলবার। ফলে আজ এবং আগামীকালের মধ্যে হাইকোর্ট কী রায় দেয়, সে দিকে দু’পক্ষই তাকিয়ে। তবে এটাও ঠিক, রাজীব বা CBI,
রায় যে পক্ষেই যাক, অপর পক্ষেরই সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ থাকছে। এবং দু’পক্ষই শীর্ষ আদালতে যাওয়ার সলতে পাকাচ্ছে।

এই মুহূর্তে রাজীব রাজ্য পুলিশের ADG-CID পদে। এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা সত্ত্বেও এই পুলিশকর্তা ফেরার। দফতরে তাঁর ছুটির মেয়াদ শেষ হয়েছে গত 25 সেপ্টেম্বর। ছুটি শেষ হওয়ার পরেও 4 দিন রাজীব গরহাজির। এই অবস্থায় রাজীব সম্পর্কে কড়া সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে প্রশাসনের কাছে। তা নিয়েই দফায় দফায় আলোচনা চালাচ্ছে রাজ্য।
এদিকে CBI-ও তাদের আইনজীবী ওয়াইজে দস্তুরের বাড়িতে গিয়ে আলোচনা চালাচ্ছে। শনি-রবিবারও বৈঠক হয়েছে। আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাজীবের আইনজীবীরাও। ওদিকে, রাজীবের সরকারি ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁর ফেরার থাকা নিয়ে যাতে রাজ্য নতুন করে কোনও আইনি জটিলতায় না-পড়ে, তা নিয়ে নবান্নের কর্তারাও আইনি পরামর্শ নিয়ে চলেছে। কারন, সারদা তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে CBI-এর রুজু করা মামলা এখনও বিচারাধীন।
এটাও ঠিক, রাজীবের ছুটি নিয়ে রহস্য বাড়াচ্ছে নবান্ন।
25 সেপ্টেম্বরের পর রাজীবের ছুটি বাড়ানো হয়েছে কি না, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি নবান্ন। পুলিশ কোডে বলা আছে, ছুটি নামঞ্জুর সত্ত্বেও কোনও IPS অফিসার অনুপস্থিত থাকলে প্রশাসন তাঁর কাছে জবাবদিহি চাইতে পারে, তাতেও সন্তুষ্ট না-হলে প্রশাসনিক পদক্ষেপ করতে পারে। পুলিশমহলের বক্তব্য, রাজীব ছুটিতে যাওয়ার সময়ই নিশ্চিত ভাবে অন্য কোনও অফিসারকে ADG-CID পদের সাময়িক দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন এ রকম গুরুত্বপূর্ণ পদাধিকারী ‘অনুপস্থিত’ থাকলে রাজ্য প্রয়োজনে অন্য কোনও অফিসারকে ওই দায়িত্বে আনতে পারে। এই নিয়ে কী করণীয়, তা চূড়ান্ত করতে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য।

spot_img

Related articles

কলকাতার গেস্ট হাউসে রক্তাক্ত মহিলা, কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের!

উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৩৮ বছর বয়সী মহিলার সঙ্গে বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজের প্রেমের সম্পর্ক। রবিবাসরীয় দুপুরে...

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে 'সেবাশ্রয় ২' (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল...

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

নিউটাউনে আজ 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের...