‘টিব্যাক’ মানুষের পাশে- মানুষের সাথে

ছোট্ট ছোট্ট নিষ্পাপ মুখ  । তাতে অমলিন হাসি । যা ঢেকে দেয় তাদের সারাদিনের কষ্ট ও যন্ত্রনা , অনেক কিছু না পাওয়ার মধ্যেও তাদের পাওনা । কিছু মানুষ তাদের জন্য ভাবে । আমরা গর্বিত তাদের মধ্যে আমরা অর্থাৎ টিব্যাক ও তাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে সেই কিছু মানুষের একটা ছোট্ট অংশ হয়ে আজ তাদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দিলো । তাদের জীবন সুখের হোক । তারা যেন সমাজে প্রতিষ্ঠা পায় । তারা অনেক বড়ো হয় । এই প্রত্যয় ও বিশ্বাস টিব্যাক রাখে । সকল সদস্যকে ধন্যবাদ এই মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠানে পাশে থাকার জন্য ।

আরো অনেক সামাজিক কর্মসূচি আমাদের আছে । আমরা আপনাদের পাশে চাই । আশীর্বাদ ও ভালোবাসা সমেত .’.আজকের হেদুয়ার পথশিশুদের হাতে পুজোর বস্ত্র বিতরণ কর্মসূচি’, আমরা সফলভাবে করতে পারলাম আপনাদের আন্তরিক সহযোগিতায় । এখানেই টিব্যাক  অর্থাৎ টাকি বয়েজ-এর একমাত্র প্রাক্তনীদের সংগঠনের সার্থকতা ।আজ আবারও গর্ব বোধ করলাম টিব্যাক সদস্য হিসাবে । আশা করি আরো এরকম মন ছুঁয়ে যাওয়া আমরা সমাজ কে উপহার দিতে পারবো ।

Previous articleসোমবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্য , কারণ জানেন?
Next articleরাজীব-মামলার শুনানি আজ, দু’পক্ষই সুপ্রিম কোর্টে যাওয়ার সলতে পাকাচ্ছে