সোমবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্য , কারণ জানেন?

প্রতিবেশী ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির ফলে সোমবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে নাজেহাল পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড প্রশাসন জানিয়েছে , এখনও বিপদসীমা ছাড়ায়নি বাঁধগুলি। তবে লাগাতার বৃষ্টিতে ঝাড়খণ্ডের বাঁধগুলোর জলস্তর ক্রমশ বাড়ছে। এ রকম লাগাতার বৃষ্টি চললে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা।
মাইথন বাঁধের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন , ‘‘যে ভাবে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তা যথেষ্ট চিন্তার। আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে খুবই চেষ্টা করছি। তাই বাঁধগুলো থেকে জল যতটা পারা যায় কম ছাড়া হচ্ছে। কিন্তু লাগাতার বৃষ্টি যদি চলতে থাকে, তা হলে পরিস্থিতি কী হবে, তা ভবিষ্যতই বলবে।’’
রাঁচীর মৌসম বিভাগ জানাচ্ছে আগামী 2 অক্টোবর পর্যন্ত লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article‘টিব্যাক’ মানুষের পাশে- মানুষের সাথে