পুজোর আগেই তিনটি ব্রিজের উদ্বোধন

কেষ্টপুর খালের উপর লেকটাউন-সল্টলেক সংযোগকারী বেইলি ব্রিজটির উদ্বোধন সোমবার হচ্ছে। ওই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল অবশ্য এদিনই শুরু হবে না। তবে পুজোর আগেই, দুই-এক দিনের মধ্যে ওই ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।

সোমবার টালিগঞ্জ এলাকায় টালিনালার উপর দুটি নতুন ব্রিজেরও উদ্বোধন করবেন পুরমন্ত্রী। টালিগঞ্জের ইজ্জাতুল্লা লেনের নতুন ব্রিজের সামনে আয়োজিত অনুষ্ঠানে তিনটি ব্রিজেরই উদ্বোধন করবেন পুরমন্ত্রী। অপর ব্রিজটি তৈরি হয়েছে টালিগঞ্জের করুণাময়ী ব্রিজের কাছে।

আরও পড়ুন-তাহলে কি অমিত শাহের সঙ্গে ‘স্টেজ-শেয়ার’ করবেন সুজিত-কৃষ্ণা? জল্পনা আকাশছোঁয়া