Sunday, November 16, 2025

তাহলে কি অমিত শাহের সঙ্গে ‘স্টেজ-শেয়ার’ করবেন সুজিত-কৃষ্ণা? জল্পনা আকাশছোঁয়া

Date:

রাজ্য রাজনীতিতে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি। দু’দলের সম্পর্ক বা পরস্পরের প্রতি করা মন্তব্য অনেক সময়েই শালীনতার সীমা ছাড়িয়েছে। দুই দলের মধ্যে থাকা সুবিধাবাদী গোষ্ঠী ছাড়া কেউ কাউকে সহ্যই করতে পারেনা, পাশে বসা তো দূরের কথা।

অথচ নজিরবিহীন একটি আমন্ত্রণপত্র রাজ্য রাজনীতির চালচিত্রে নতুন রং লাগিয়ে দিয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 1 অক্টোবর সল্টলেকের BJ ব্লকের য দুর্গাপুজোর উদ্বোধন করবেন। শাহের আসা নিয়ে অবশ্য চালাকি করেছেন উদ্যোক্তরা। শহর প্রায় ছেয়ে ফেলা ফ্লেক্সে দেখা যাচ্ছে, BJ ব্লকের এই পুজো উদ্বোধন করবেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ। বিজেপির ‘সর্বভারতীয় সভাপতি’ অমিত শাহকে সেখানে আমন্ত্রণ জানানোই হয়নি।

চমকটা এখানে নয়। আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, BJ ব্লকের এই পুজো উদ্বোধক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধান অতিথি, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বিশেষ অতিথি বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বাম আমলে বিধাননগর পুরসভার চেয়ারম্যান থাকা বিশ্বজীবন মজুমদারের নামও আছে। আছেন তৃণমূল কাউন্সিলর তুলসি সিনহা রায়ও।

এই কার্ডই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। আলোচনার বিষয়বস্তু একটাই, অনুষ্ঠানে যেহেতু ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ আসছেন, এবং কোথাও বিজেপির নামগন্ধ নেই, সেক্ষেত্রে কি সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী মঞ্চে উঠে শাহের পাশে বসবেন? দু’তরফই কি না-বলা কোনও ঐক্য-বার্তা দিতে চলেছে ? অনুষ্ঠানে তাঁরা থাকবেন কি’না, সে বিষয়ে এখনও মুখ খোলেননি সুজিত-কৃষ্ণা। তবে না গেলে প্রোটোকল অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদাহানি হবে কি’না, সেটাই এখন দেখা হচ্ছে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version