রাজ্যে কোনও হিন্দুকে তাড়ানো হবে না, দাবি দিলীপের

নেতাজি ইন্ডোরের সভায় এনআরসি প্রধান ইস্যু। সেই ইস্যু উসকে দিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, পুজোর আগে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। উদবাস্তু বাঙালি হিন্দুকে ভয় দেখানো হচ্ছে, পাহাড়ে গোর্খাদের, এখানে মুসলিমদের। কিন্তু স্পষ্ট জানাচ্ছি, ভয় পাওয়ার কারন নেই। বিজেপি এ রাজ্য থেকে কোনও হিন্দুকে তাড়াতে দেবে না। কোনও উদবাস্তুকে উচ্ছেদ করতে দেবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন।

এদিন এনআরসি ইস্যু নিয়ে বিজেপির সব নেতাই বক্তব্য রেখেছেন। রাহুল সিনহা থেকে লকেট কিংবা অমিত শাহ সকলেরই একই বক্তব্য। দিলীপ বলেন, পুজোর আগে রাষ্ট্রীয় সভাপতির কলকাতায় আসা তাৎপর্যপূর্ণ এবং আমাদের কাছে উপহার স্বরূপ। বাংলায় এনআরসি নিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম ভুল বোঝাচ্ছে। মুসলিম থেকে গোর্খাদের ভুল বোঝাচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপি এখন বাংলায় বিকল্প। আমরা কথা দিয়ে কথা রাখি। আগামী দিনেও রাখব।

আরও পড়ুন-বাংলায় শ্যামাপ্রসাদ কার্ড খেললেন অমিত শাহ