কৈলাসের আশ্বাসে উঠল কর্মবিরতি

৮ দিন পরে বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মচারীদের কর্মবিরতি উঠল। সোমবার বিকেলে হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্র বালির তৃণমূল নেতৃত্বদের নিয়ে বালি পুরসভায় যান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলররাও। তাঁরা প্রথমে গিয়েই চুক্তিভিত্তিক কর্মচারীদের সঙ্গে কথা বলেন। চুক্তিভিত্তিক কর্মচারীরা তাঁদের জানান, ১৯৭ জন চুক্তিভিত্তিক কর্মচারী এবং ২১৫ জন ১০০ দিনের কাজে নিযুক্ত কর্মচারী এখনও মার্চ মাসের বেতন পাননি। তারই প্রতিবাদে তাঁরা কর্মবিরতি পালন করছেন। এরপর কৈলাস মিশ্ররা কর্মচারীদের দাবি নিয়ে পুর আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্যা ৭-১০ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেন যুবনেতা। এরপর তাঁর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। কৈলাস মিশ্র বলেন, সিপিএমের কিছু লোক চক্রান্ত করে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বন্ধ করিয়েছে। কর্মচারীদের দাবির সঙ্গে সম্পূর্ণ সহমত। কিন্তু কর্মবিরতির জেরে পুর পরিষেবা ব্যাহত হচ্ছে। নিকাশি, জঞ্জাল সাফাই, জল সরবরাহের মতো জরুরি পরিষেবার কাজ ব্যাহত হচ্ছিল। আমরা পরিষেবা ব্যাহত হওয়ার বিরোধী। তাই মঙ্গলবার থেকে কর্মবিরতি উঠে যাচ্ছে। কাজে ফিরছেন কর্মচারীরা। তবে ন্যায্য দাবি আদায়ে তাঁদের আন্দোলনও চলবে। কর্মচারীদের কাজে ফেরা এবং পুর পরিষেবা স্বাভাবিক হতে চলার খবরে খুশি বালির বাসিন্দারা।

আরও পড়ুন- আইপিএলের আকাশে নতুন সূর্য বৈভব, টি-২০-তে তৈরি করলেন ইতিহাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_