রাজ্যে পেনশন বাড়ল, জেনে নিন কোন স্ল্যাবে কত

রাজ্য সরকারের অবসরপ্রাপ্তরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে কতটা সুবিধা পাবেন, তা পেনশন রোপার বিজ্ঞপ্তিতে জানানো হল মঙ্গলবার। ২০২০-র ১জানুয়ারি থেকে এই বর্ধিত পেনশন লাগু হবে। বর্তমান পেনশনভোগীরা মূল পেনশনের ২.৫৭ গুন বেশি পাবেন। অর্থাৎ মূল পেনশনকে ২.৫৭ দিয়ে গুন করলে নতুন মূল পেনশন পাওয়া যাবে। যদি কারওর পেনশন ১০০ টাকা হয় তবে নয়া সুপারিশে মিলবে ২৫৭টাকা ( ১০০x২.৫৭) পাবেন।এর থেকে বাদ যাবে কমিউট অংশ। অর্থাৎ পেনশন হবে ২৫৭-৪০=২১৭ টাকা। এর ফলে প্রায় সাত লক্ষ পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। নতুন সুপারিশে পেনশন হবে নূন্যতম ৮৫০০ টাকা। ফলে পুজোর মুখে খুশির হাওয়া পরিবারগুলিতে।

যেসব পেনশনভোগীদের বয়স ৮০-৮৫ বছরের মধ্যে তাঁরা পাবেন অতিরিক্ত ২০% পেনশন, ৮৫-৯০ যাঁদের বয়স তাঁরা পাবেন অতিরিক্ত ৩০%, ৯০-৯৫ যাঁদের বয়স তাঁরা পাবেন অতিরিক্ত ৪০%, ৯৫-১০০ যাঁদের বয়স, তাঁরা পাবেন অতিরিক্ত ৫০% পেনশন। আর শতায়ুরা মূল পেনশনের দ্বিগুন পাবেন। পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১ লক্ষ ৫০০ টাকা। পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা ২১হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৬০,৩০০টাকা। বাড়ছে গ্র‍্যাচুইটিও, ৬ লক্ষ টাকা থেকে বেড়ে হচ্ছে ১২ লক্ষ টাকা। ২০১৬-২০১৯ -এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নেবেন তাঁরা ১২ লক্ষ টাকা গ্র‍্যাচুইটি পাবেন। এইসব কর্মীরা প্রাপ্য বর্ধিত অর্থও পাবেন।

Previous articleঅমিত শাহর প্রাকপুজো সফর আদৌ কতটা প্রভাব ফেলল?
Next articleএসসি, এসটি আইন নিয়ে আগের নির্দেশ প্রত্যাহার