Saturday, May 17, 2025

মুকুলকে পাশে বসিয়ে CBI-কে কোন বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

Date:

Share post:

সাম্প্রতিক অতীতে রাজ্য তথা দেশের সাড়া জাগানো দু’টি অর্থনৈতিক অপরাধের সঙ্গে তাঁর নাম যুক্ত রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, CBI এই দুই ঘটনারুই তদন্ত চালাচ্ছে। একটি অপরাধে তো CBI তাঁর নামে FIR পর্যন্ত করেছে। যদিও দ্বিতীয়টিতে তাঁকে একবারই মাত্র জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিন-চার বছর আগে। তবে ইদানিং পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে শোনা যাচ্ছে, CBI নাকি তাঁকে গ্রেফতার পর্যন্ত করতে পারে। CBI-এর তালিকায় থাকা এই অভিযুক্তের নাম মুকুল রায়, যাকে দিনকয়েক আগে নিজেদের হেফাজতে থাকা এক পুলিশকর্তার মুখোমুখি বসিয়ে CBI টানা জেরা পর্যন্ত করেছে।

রাজনৈতিক মহলের প্রশ্ন, CBI যার নামে FIR করেছে, যাকে টানা জেরা করেছে, সেই অভিযুক্ত মুকুল রায়ের সঙ্গে একই মঞ্চে কেন বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ? ওই দুই অর্থনৈতিক অপরাধের তদন্ত এখনও শেষ হয়নি, CBI তদন্তকারী অফিসাররা মুকুল রায়কে যখন কঠিন জেরার মুখে ফেলতে চলেছেন, ঠিক তখন প্রকাশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পাশে মুকুল রায়কে বসে থাকতে দেখা গেলে তদন্তকারী অফিসারদের প্রভাবিত হওয়ার আশঙ্কা একশো গুন থাকে। বিষয়টি এমনও নয় যে শাহ চেনেন না মুকুল রায়কে। শাহের অচেনা, অজানা কেউ যদি CBI-এর খাতায় অভিযুক্ত হন, সেই তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যেমন CBI-এর কর্মধারা জানেন, তেমনই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহ জানেন, চেনেন মুকুল রায়কে। CBI-আধিকারিকদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ই তো বার্তা দিয়ে গেলেন, এই মুকুল রায় আমার স্নেহধন্য। এরপর কোন CBI অফিসারের ঘাড়ে ক’টা মাথা আছে যে, মুকুলকে টানা জেরা করবে, জেরায় অসঙ্গতি দেখা দিলে হেফাজতে নেবে ? এত কিছুর পরেও দু-দু’টি প্রকাশ্য মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যাকে নিজের পাশে বসতে দেন সেই মুকুল রায়ের বিরুদ্ধে সন্দেহাতীত তথ্য-প্রমান হাতে এলেও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বুকের পাটা হবে সামান্য স্তরের CBI আধিকারিকদের ? এসবই কি স্বরাষ্ট্রমন্ত্রীর সাজানো ছক?

সঙ্গতকারনেই তাই রাজনৈতিক মহলে, প্রশ্ন উঠেছে, কলকাতায় এসে CBI-কে কোন বার্তা দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

আরও পড়ুন-গান্ধিজির নীতি, আদর্শ আজও সমান প্রাসঙ্গিক: রাজ্যপাল

spot_img

Related articles

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বাইয়ে জারি সর্তকতা

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা...

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...