গান্ধিজির নীতি, আদর্শ আজও সমান প্রাসঙ্গিক: রাজ্যপাল

গান্ধিজির নীতি এবং আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। যা সমগ্র দেশকে হিংসার হাত থেকে বাঁচাতে পারে। গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধি ঘাটে গান্ধি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকরের। বুধবার সকাল ন’টা নাগাদ রাজ্যপাল ব্যারাকপুরের গান্ধিঘাটে যান। প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গান্ধিজির রচনা থেকে পাঠ করে। পরে রামধুন পরিবেশিত হয়। সস্ত্রীক রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা প্রমুখ।

আরও পড়ুন-গডসেকে প্রণাম! উল্টোসুরে পোস্ট বিজেপি যুবনেতার

Previous articleগডসেকে প্রণাম! উল্টোসুরে পোস্ট বিজেপি যুবনেতার
Next articleমুকুলকে পাশে বসিয়ে CBI-কে কোন বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?