পঞ্চমীতে মেট্রোয় বিপত্তি! চরম ভোগান্তির স্বীকার যাত্রীরা

পঞ্চমীর সন্ধ্যায় থমকাল মেট্রো। গিরিশ পার্কে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিষেবা বন্ধ রয়েছে। তীব্র ভোগান্তিতে নিত্যযাত্রীরা পাশাপাশি ঠাকুর দেখতে বেরোনো মানুষ জনের। গিরিশ পার্কে বেশ কিছুক্ষণ সময় ধরে দাঁড়িয়ে মেট্রো। এর ফলে আপ ও ডাউন লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে।