ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা ৩১ অক্টোবর। সে নিয়ে ব্রিটেনে একের পর এক প্রধানমন্ত্রীর আসা যাওয়া চলছে। অস্থির এই পরিস্থিতির মাঝেই নয়া ‘ব্রেক্সিট নকশা’ পেশ করল ব্রিটেনের বরিস জনসন সরকার। মূল বিষয় হল ব্রিটেনেরই অংশ উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে নয়া বাণিজ্যিক সমীকরণ বা চুক্তি। বরিস জনসন নয়া নকশা পেশ করে বলেছেন, এই নয়া প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়ানে পাস না হলে চুক্তিহীন ব্রেক্সিটের পথই খোলা থাকবে ব্রিটেনের কাছে। বাকি বিষয় নিয়ে ব্রিটেনের জনগণ সিদ্ধান্ত নেবেন। ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, নয়া নকশা তারা খতিয়ে দেখছে। সিদ্ধান্ত জানানো হবে শীঘ্রই।

আরও পড়ুন – ইন্ডোরে অমিত শাহ, কোথায় শোভন ?

