পঞ্চমীর সকালে অবরোধে নাজেহাল যাত্রীরা

ভাড়া সহ বিভিন্ন দাবিতে সকালের ব্যস্ত সময়ে উল্টোডাঙায় অটো অবরোধ। উল্টোডাঙা থেকে আহেরিটোলা, শোভাবাজার, বাগুইআটি, সল্টলেক সহ মোট আটটি রুটে অটো চলাচল বন্ধ। পঞ্চমীর সকালে নাজেহাল দর্শনার্থীরা। উল্টোডাঙা মোড় থেকে বিভিন্ন জায়গায় মণ্ডপ দর্শনে যান অনেকেই। কিন্তু অটো না পেয়ে বাসে বাদুরঝোলা হয়ে যেতে হচ্ছে তাঁদের। সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরাও। কিন্তু দাবি না মানা হলে, নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নন অটোচালকরাও।

আরও পড়ুন-পঞ্চমীর সন্ধ্যাতেই খুলছে উল্টোডাঙা ব্রিজের বন্ধ অংশ