Monday, January 12, 2026

বেনজির! মুখ্যমন্ত্রী আসবেন না,অভিমানে ট্যাংরার শতবর্ষের পুজোর উদ্বোধন বাতিল

Date:

Share post:

টানা গত কয়েক বছর ধরেই দুর্গাপুজো উদ্বোধনের জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়ে আসছে ট্যাংরার ঘোলপাড়া দুর্গাপুজো কমিটি। চেষ্টাও চলেছে মরিয়া হয়েই।
কিন্তু অতীতে কোনওবারেই সময় দিয়ে উঠতে পারেননি মুখ্যমন্ত্রী। এবার ট্যাংরার ঘোলপাড়া দুর্গাপুজোর শতবর্ষ। এ বছর পুজো কমিটির তরফে তাই মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন করা হয়েছিল, ‘এবার আমাদের পুজোর ১০০ বছর। এবার অন্তত দুর্গাপুজোর উদ্বোধন করতে স্বল্প সময়ের জন্য আসুন মমতা বন্দ্যোপাধ্যায়’। কিন্তু
শত ব্যস্ততায় এবারও মুখ্যমন্ত্রী সময় বার করতে পারেননি। ফলে শতবর্ষেও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে আসেনি এই পুজো। 

শতবর্ষের আমন্ত্রণেও যেহেতু সময় করে উঠতে পারেননি মুখ্যমন্ত্রী, তাই অভিমানে এবার শতবর্ষের পুজোর উদ্বোধন অনুষ্ঠানই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীনের সভাপতি প্রমথেশ সেন বলেছেন, ‘দিদিকে আবেদন জানানো হয়েছিল ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসবের শতবর্ষের পূজার উদ্বোধন করার জন্য। কিন্তু দিদি সময় না দেওয়ার জন্য আমরা এবং পল্লীবাসী অভিমানাহত।’ তিনি জানিয়েছেন, কমিটির সদস্যরা শতবার্ষিকী এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন না করার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বসাধারনের দেখার জন্য প্রতিমা খুলে দেওয়া হয়েছে। প্রমথেশ সেনের কথায়, ‘এই প্রত্যন্ত অঞ্চল ট্যাংরায় দিদি কখনও পুজোর উদ্বোধন করতে আসেননি। আমরা আশা করেছিলাম এই শতবার্ষিকীতে উনি অন্তত আসবেন। কিন্তু তিনি না আসায় আমরা মর্মাহত। দিদি আসতে না পারায় আমরা বিকল্প কাউকে আনার কথাই ভাবিনি।পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে কোনও অনুষ্ঠান ছাড়াই।”


ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসবের শতবর্ষের পুজোয় এবার কন্যাভ্রুণ হত্যা, গাছ কাটা, শিশুশ্রম, নারী পাচারের মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে প্যান্ডেলে। জঙ্গলের পরিবেশ থাকছে প্রাঙ্গন জুড়ে। মূল উপাদান হিসেবে নারকেল কাঠি, কুশ ঘাস, খড়, তারের জালি। আলো আঁধারির পরিবেশে থাকবেন দেবী। অনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই সেই মণ্ডপের দ্বার খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সিপিআইএমের বোধদয়, মহারাষ্ট্রে জোট, জনসংযোগের বার্তা

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...