ব্রাত্যর হাত ধরে কাল থেকে বাংলায় নতুন যুগ শুরু করছে “e অঞ্জলি”

এখন বিশ্ব বাংলা সংবাদের ই-পুজোবার্ষিকী “ই-অঞ্জলি”র আনুষ্ঠানিক প্রকাশ শুক্রবার।
মাননীয় মন্ত্রী ও সংস্কৃতিজগতের নক্ষত্র ব্রাত্য বসুর হাত দিয়ে, ল্যাপটপের মাধ্যমে। দুপুরেই ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।

ই-অঞ্জলি থাকবে মূল পোর্টালের সঙ্গে আলাদা ই-বুক হিসেবে। হ্যাঁ, ই-বই। আপনার ফোন বা কম্পিউটারের পর্দায় থাকবে এক একটি পাতা। আপনি রীতিমতো পাতা উল্টে পড়তে পারবেন।

আরও পড়ুন – ফের দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক!

এখানেই শেষ নয়। লেখার সঙ্গে পুজোর দিনের গানও। অসাধারণ কিছু প্রবন্ধ, উপন্যাস, কবিতা, গল্প, ভিন্নস্বাদের লেখার সঙ্গে থাকছে ডিজিটাল বিপ্লবে আর এক অভিজ্ঞতা। বইয়ের পাতাতেই গানের অ্যালবাম। আঙুল ছোঁয়ালেই শুনবেন গান, ভিডিওসহ।

মায়ের আশীর্বাদে বাংলা সংবাদ ও সাহিত্যজগতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে আগামীকাল। ই-পুজোবার্ষিকীর হাত ধরে।

অনুরোধ, দেখতে থাকুন, সঙ্গে রাখুন এখন বিশ্ব বাংলা সংবাদ।
আর মহাষষ্ঠীর দুপুর থেকে পড়ুন ও পড়ান “ই-অঞ্জলি।”

আরও পড়ুন –পঞ্চমীর সকালে অবরোধে নাজেহাল যাত্রীরা

Previous articleসিপিআইএমের বোধোদয়, মহারাষ্ট্রে জোট, জনসংযোগের বার্তা
Next articleবেনজির! মুখ্যমন্ত্রী আসবেন না,অভিমানে ট্যাংরার শতবর্ষের পুজোর উদ্বোধন বাতিল