পুজোবার্ষিকীর নয়া যুগ, “eঅঞ্জলি” প্রকাশ করলেন ব্রাত্য

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এখন বিশ্ব বাংলা সংবাদ-এর ই-পুজোসংখ্যা “eঅঞ্জলি”। মহাষষ্ঠীর দুপুরে ল্যাপটপ থেকে বিশ্বব্যাপী পাঠকপাঠিকাদের জন্য বাংলার প্রথম সম্পূর্ণ ডিজিটাল পুজোবার্ষিকী উদ্বোধন করলেন মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু। তিনি বলেন,” এক অভিনব উদ্যোগ। ডিজিটাল দুনিয়ায় শারদসাহিত্যে বিপ্লব আনল এই eঅঞ্জলি। আজকের যুগে সম্পাদকীয়, সাহিত্য আর প্রযুক্তির এক বিস্ময়কর মেলবন্ধন আনল এই ই-বই।” ব্রাত্য ল্যাপটপের পর্দায় এই পুজোসংখ্যা খুঁটিয়ে দেখেন। পর্দাতেই পাতা ওল্টানো যাচ্ছে। প্রচ্ছদ পেরিয়ে সূচিতে পৌঁছতেই ঢাকের আওয়াজ। প্রবন্ধ, উপন্যাস, কবিতা, গল্প ছাড়াও গানের অ্যালবাম। বিশ্ব বাংলা সংবাদ সম্পাদক অভিজিৎ ঘোষ, প্রযুক্তি টিম লিডার আজরা খান উপস্থিত ছিলেন। তাঁরা সম্বর্ধিত করেন ব্রাত্যকে। এদিন দুপুর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ই-অঞ্জলি।

আরও পড়ুন-আগামী বছর পুজোয় বড় চমক!

Previous articleআগামী বছর পুজোয় বড় চমক!
Next articleএনআরসি নিয়ে উদ্বিগ্ন হাসিনাও