বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু

যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের। দেশের অন্যতম দ্রুতগামী ট্রেন। বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় চলা এই অত্যাধুনিক ট্রেনটির কোচ মাত্র দেড় বছরে তৈরি হয়েছে, খরচ প্রায় ১০০ কোটি টাকা। ২০২০ সালের মধ্যে এই ট্রেন চলবে ১৫টি, ২০২১ সালের মধ্যে ২৫টি। দিল্লি থেকে সকাল ছ’টায় ছেড়ে কাত্রা পৌঁছবে দুপুর দু’টোয়। ফের তিনটেতে কাত্রা থেকে ছেড়ে দিল্লি পৌঁছবে রাত এগারোটায়। যাত্রার ১২ ঘন্টার সময় কমে দাঁড়াবে à§® ঘন্টায়। অত্যাধুনিক ট্রেনে থাকছে অটোমেটিক ডোর, স্লাইডিং ফুটস্টেপ, বড় প্যান্ট্রি, মডিউলার বায়ো টয়লেট, সিল গ্যাংওয়েস, ইউরোপিয়ান স্টাইলে বসার জায়গা, অন বোর্ড ইনফোটেইনমেন্ট স্ক্রিন, বিমানের মতো এলইডি লাইট।