সারাদিনের জরুরি বৈঠক, সভা, তার মাঝেও নবরাত্রির উপোস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবরাত্রি অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিনেই গুজরাতের আমেদাবাদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। গুজরাতে দুর্গা নানারূপে পূজিত হন ন’দিন ধরে। পুজো, আরতি, ডান্ডিয়া নাচ হয়। প্রধানমন্ত্রী আরতি করেন। প্রতিবছরের মতো সারদিন নির্জলা উপোস করে সন্ধ্যায় ফলের রস খেয়ে উপবাস ভাঙেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মোদি ভক্তরা বলছেন, হিন্দুত্বের পোস্টার বয়কে নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা প্রধানমন্ত্রীর এই উপাচার দেখুন।

The Prime Minister joined Navratri celebrations including the Aarti in Ahmedabad this evening. pic.twitter.com/E0o8KPQ1cX
— PMO India (@PMOIndia) October 2, 2019
আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে চিঠি লেখায় রাষ্ট্রদ্রোহের মামলা সৌমিত্র, অপর্ণা রামচন্দ্র গুহদের বিরুদ্ধে !
