সংবিধানের প্রতি আমি দায়বদ্ধ। পশ্চিমবঙ্গের মানুষের প্রতিও আমি দায়বদ্ধ। রাজ্যের প্রথম সেবক হিসাবে আমি আমার কাজ করবই। দয়া করে কেউ বাধা দেবেন না। ষষ্ঠীতে ব্যারাকপুরের একটি মন্ডপে দুর্গাপুজো উদ্বোধনে গিয়ে একথা বললেন রাজ্যপাল জগদীশ ধনকড়। তাঁর কথায়, আমি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমি সংবিধানের মর্যাদারক্ষা ও রাজ্যবাসীর সেবা দুই কাজই করব। অনুরোধ করছি, আমার কাজে কেউ বাধা দেবেন না। কোনও রাজনৈতিক দলের কথা না বললেও রাজনৈতিক নেতাদের উদ্দেশেই রাজ্যপাল এই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।
