Saturday, December 6, 2025

ভোটের আগে কংগ্রেস ছাড়লেন হরিয়ানার প্রাক্তন সভাপতি অশোক তানোয়ার

Date:

Share post:

আগামী 21 অক্টোবর 90 আসনবিশিষ্ট হরিয়ানা বিধানসভার ভোট। তার মাত্র দিন পনেরো আগে অন্তর্দ্বন্দ্বের আগুনে ছারখার হতে বসেছে কংগ্রেস। হরিয়ানা কংগ্রেসের সদ্যপ্রাক্তন সভাপতি ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অশোক তানোয়ার কংগ্রেস থেকে ইস্তফা দিলেন। দলের সভাপতি সোনিয়া গান্ধীকে চার পাতার চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা করলেন। ক্রুদ্ধ তানোয়ার ক্ষোভ উগরে দিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে। বলেছেন, কংগ্রেস এখন অস্তিত্বের সংকটে ভুগছে। কিন্তু এই সংকটের জন্য রাজনৈতিক বিরোধীরা দায়ী নন, এর জন্য দায়ী দলের কুৎসিত অন্তর্দ্বন্দ্ব। ভূপেন্দ্র হুডাকে বিঁধে তানোয়ারের কটাক্ষ, হরিয়ানায় ‘হুডা কংগ্রেস’ ব্যক্তিস্বার্থে ষড়যন্ত্র করে কংগ্রেস দলকে তুলে দিতে চাইছে। বিধানসভার টিকিট বন্টনের পিছনে বিরাট দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় নেতারা সব জেনেও চোখ বুজে আছেন। এই পরিস্থিতিতে আর কংগ্রেসে থাকতে চাই না। তাই ভারাক্রান্ত হৃদয়ে কংগ্রেস ছাড়তে বাধ্য হলাম।

রাহুল-ঘনিষ্ঠ অশোক তানোয়ার কংগ্রেসে তরুণ ব্রিগেডের নেতা হিসাবে পরিচিত ছিলেন। রাহুলের ইচ্ছাতেই তাঁকে হরিয়ানা কংগ্রেসের সভাপতি করা হয়। তাতে আবার চটেছিলেন তানোয়ারের বিরোধী ভূপেন্দ্র হুডা। সোনিয়া গান্ধী সভাপতি হওয়ার পর ফের আসরে নামেন তিনি। তানোয়ারকে সরানো না হলে ইস্তফা দেবেন বলে হুমকি দেন। বেগতিক দেখে হুডাকে ঠান্ডা করতেই গত মাসে প্রদেশ সভাপতির পদ থেকে অশোক তানোয়ারকে সরিয়ে হরিয়ানা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয় কুমারী শৈলজাকে। এরপর থেকেই ক্ষুব্ধ ছিলেন তানোয়ার। শুধু তাই নয়, সোনিয়াকে সামনে রেখে আহমেদ প্যাটেল, ভূপেন্দ্র হুডার মত প্রবীণরা দলে ক্ষমতা কুক্ষিগত করতে নবীন নেতাদের অপদস্থ করছেন বলে মনে করেন রাহুল গান্ধীও। প্রকাশ্যে এই প্রবীণ নেতাদের থেকে দূরত্ব বজায় রাখছেন তিনি। এসবের মধ্যে গত সপ্তাহেই সোনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন অশোক তানোয়ার। অভিযোগ করেছিলেন, দুর্নীতি করে কোটি কোটি টাকায় কংগ্রেসের টিকিট বিক্রি হচ্ছে। তাঁকে হেনস্থা করতেই তাঁর অনুগামীদের কাউকে প্রার্থী করা হয়নি। অবশেষে এক সপ্তাহ যেতে না যেতেই কংগ্রেস ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। গুরুত্বপূর্ণ ভোটের আগে রীতিমত ডামাডোল শুরু হয়েছে শতাব্দীপ্রাচীন দলে।

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...