সেনাকর্মীদের প্রতি আরও দরাজ মোদি সরকার

দেশের নিরাপত্তার ভার তাঁদের ওপর। সীমান্তে অতন্দ্র পাহারা দেন কেউ। কেউবা দেশেল মধ্যে শত্রুর সঙ্গে লড়াই করেন। প্রাকৃতিক বিপর্যয়ও তাঁদের পাশে পান দেশবাসী। সেই কারণে ভারতীয় সেনাদের প্রতি আরও দরাজ কেন্দ্রীয় সরকার। দেশের জন্য লড়ায়ে নিহত বা আহত সেনা কর্মীদের ক্ষতিপূরণের পরিমাণ চার গুণ বাড়িয়ে দেওয়া হল। এই প্রস্তাব ছিল দীর্ঘদিনের। শনিবার তাতে সিলমোহর পড়েছে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সিদ্ধান্ত অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে কোনও সেনা আহত হলে তিনি এবং কেউ শহিদ হলে তাঁর নিকট আত্মীয় 8 লক্ষ টাকা সরকারি অনুদান পাবেন। এতদিন কোন সেনা কর্মী আহত হলে বা 60 শতাংশের বেশি কর্মক্ষমতা হারালে তাঁকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হত। একই অর্থ পেত যুদ্ধে নিহত সেনাকর্মীর পরিবার। এই অনুদানের পরিমাণ বাড়ানোর জন্য বারবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে ভারতীয় সেনা। এবার তাদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে সিদ্ধান্ত নিল মোদি সরকার।

Previous articleব্রিটিশ এমপির কাছে রেকর্ড দামে নিজের কুমারিত্ব বেচলেন তরুণী!
Next articleকলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে হংকংয়ের বাঙালিদের শারদ উৎসব