চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি প্রকাশ করল ইসরো

চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি প্রকাশ করল ইসরো। চন্দ্রযান ২ এর হাই রেজোলিউশন ক্যামেরায় তোলা এই ছবি। চাঁদের দক্ষিণ মেরুতে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট গহ্বরগুলিও। এছাড়াও সৌরবিকিরণ মাপতে চন্দ্রযান ২-এর এক্স রে স্পেক্ট্রোমিটার কাজ শুরু করেছে বলে ইসরো সূত্রে খবর।

চাঁদের দক্ষিণ মেরুর বগোলাস্কি-ই গহ্বরের অংশ ১৪ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার গভীর এই গহ্বরের খুঁটিনাটি ধরা পড়েছে চন্দ্রযান ২ এর ক্যামেরায়।