Friday, November 21, 2025
সৌম্য বন্দ্যোপাধ্যায়

মেলবোর্ন। কলকাতা থেকে অনেক অনেক মাইল দূরে। সময়ের ব্যবধান প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। কর্মসূত্রে সপরিবারে দেশ ছেড়ে এখন বসবাস এর কাছাকাছি। ছেলেবেলার মফস্বল শহর, তারপর কলকাতার দুর্গাপুজো কাটিয়ে দিল্লি, নয়ডার দুর্গোৎসব। চিরচেনা এই জগত ছেড়ে প্রায় বছর খানেক আগে এখানে এসে আমার আর আমার স্ত্রী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল আর যাই হোক দুর্গাপুজোটা মিস হবে। কিন্তু কথায় বলে পাঁচটা বাঙালি একসঙ্গে থাকলে একটা দুর্গাপুজো হয়। আর এখানে তো বাঙালির সংখ্যা যথেষ্ট। আছেন বহু ভারতীয়। তাই দুর্গাপুজো মিস করি না আমরা। হ্যাঁ, তিথি মেনে হয়তো পাঁচদিন পুজো হয় না। কিন্তু উইকএন্ডে দুদিনের পুজো চেটেপুটে উপভোগ করেন আট থেকে আশি। যাদের এদেশে জন্ম বা অনেক ছোটবেলায় চলে এসেছে, তারাও কিন্তু পুজোর দিন দিব্যি ভারতীয় পোশাক সামলে বসে খিচুড়ি ভোগ খায়। আর আমাদের মতো যাদের মনের মধ্যে বাংলার শরতের আঘ্রাণ, আমরাও দারুণ উপভোগ করি এই পুজো।

চারটে দুর্গোৎসব হয় মেলবর্নে। মেলবর্ন বেঙ্গল অ্যাসোসিয়েশন ছোট করে বলা হয় মেলবা তারা 10 বছর আগে এই পুজোর সূচনা করে। স্থানীয় কলেজে এই পুজো হয়। জায়গাটা ভিক্টোরিয়ায়। সারা মেলবোর্ন থেকে প্রায় দু’শো বাঙালি অংশগ্রহণ করেন। লাল পাড় সাদা শাড়িতে সেজে যখন বঙ্গ তনয়ারা একে-অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন তখন মনে হয় না যে দেশ ছেড়ে এত দূরে রয়েছি। এখানে পড়াশোনার সূত্রে আমার মেয়ে সৃষ্টি সব রকম উৎসব পালন করে। তবে দুর্গাপুজোটা তার কাছেও স্পেশাল। এই সময় সে ট্রেডিশনাল সাজেই সাজতে চায়।

বাংলার দুর্গাপুজোয় যেরকম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই মেজাজ কিন্তু মেলবোর্নেও রয়েছে। এখানেও পুজোয় বিভিন্ন অনুষ্ঠান হয়।
মাত্র দুদিনের পুজো কিন্তু তাও আনন্দে আন্তরিকতায় এই এক টুকরো বাংলা আমাদের বিদেশে থাকার সারা বছরের রসদ হয়ে থাকে।

Related articles

SIR-এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার ‘চক্রান্ত’ বিজেপির! প্রতিবাদে শিবপুরে মিছিল-পথসভা তৃণমূলের

SIR প্রক্রিয়ায় যাতে একটিও বৈধ ভোটার বাদ না যান, সেই দাবিকে কেন্দ্র করে এবং SIR নিয়ে বিজেপির “চক্রান্ত”-এর...

শ্রম আইনগুলির সরলীকরণ-সুবিধাজনক করতে ৪টি শ্রমবিধি রূপায়ণের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। চারটি শ্রমবিধি (Labour Laws) রূপায়ণ ঘোষণা। বিধিগুলি হল মজুরি বিধি ২০১৯, শিল্প সম্পর্ক বিধি...

সুপার ওভারে নাটকীয় ম্যাচ, বৈভবের দুরন্ত ইনিংসেও ভারতের স্বপ্নভঙ্গ

ক্রিকেটের পর ফুটবল, ফের বাংলাদেশের কাছে হার ভারতের।  এশিয়া রাইজিং স্টার্স কাপ ২০২৫(Rising Stars Asia Cup 2025) থেকে...

বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!

শীতের সকালের হালকা কুয়াশাকে আড়াল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা—শেষমেশ সেই চক্রের দুই সদস্যকে পাকড়াও করল বহরমপুর থানার পুলিশ।...
Exit mobile version