Thursday, November 13, 2025

যাদবপুরে সিপিএমের বুক স্টলে আকর্ষণের কেন্দ্রে বুদ্ধদেবের “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা”

Date:

মহাষ্টমীতে তিলোত্তমায় তিল ধারণের জায়গা নেই। অভিনব মণ্ডপ-প্রতিমা, আলোর মেলা, রকমারি পোশাকে আট থেকে আশি উৎসবে মজে। তখন কিছুটা ব্যতিক্রমী যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড চত্বর। এখানে সিপিএমের বুক স্টল ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে। মার্কসীয় ও শিশু প্রগতিশীল সাহিত্য সম্ভারের এই বুক স্টলে আকর্ষণের কেন্দ্রবিন্দু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর লেখা “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা” শীর্ষক বইটি। অসুস্থ শরীর নিয়েই বইটি লিখেছেন বুদ্ধবাবু।

তবে সিপিএমের বুক স্টল হলেও শুধু রাজনৈতিক বই নয়, সবরকম সাহিত্য, বিশেষত শিশু সাহিত্যের দারুণ সম্ভার রয়েছে এখানে। তাই সিপিএম সমর্থন নয়, কিন্তু একজন বইপ্রেমী হিসেবেও অনেক মানুষ ভিড় জমাচ্ছেন স্টলটিতে। তাঁদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার যুগেও বই সংস্কৃতি ভালো লাগে বলে এখানে এসেছেন তাঁরা।

এই স্টলের বইগুলির মধ্যে মূল আকর্ষণ অব্যশই বুদ্ধদেব ভট্টাচার্য-এর স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা, এছাড়াও যে বইগুলি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম অনিন্দ্য ভুক্ত-এর
“ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন”, “নতুন চিঠি” নিরুপম সেন সংখ্যা, শুভেন্দু মজুমদারের “অগ্নিযুগের চিঠি”, সুজন চক্রবর্তীর “মুখ্যমন্ত্রীকেই বলছি” ইত্যাদি। এছাড়াও রয়েছে সন্দেশ: সেরা উপন্যাস সংকলন, সন্দেশ: সেরা গল্প সংকলন, সুকান্ত সমগ্র।

রয়েছে আশাপূর্ণ দেবী, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নামকরা লেখকের বই। যার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এদিন বুক স্টলে এসেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
বুদ্ধদেব ভট্টাচার্য-এর লেখা “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা” বইটি কোন আঙ্গিকে লেখা, সে বিষয়ে বিশদে জানান তিনি। যাদবপুরে গবেষণা করা এক প্রবাসী মার্কিনিকে দেখা গেল বেশ কিছু বই কিনতে। সব মিলিয়ে উৎসবের আমেজেও জমজমাট যাদবপুরে সিপিএমের বুক স্টল।

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version