টেস্টেও ‘হিটম্যান’ রোহিত

টেস্টে নাকি তিনি অচল। তাই বারবার বাদ পড়েছেন। আর ওপেনিংয়ের পজিশনটা তাঁর জন্য নির্দিষ্ট করে দিতেই রেকর্ড বইয়ে নিজের নাম তুলে ফেললেন রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটের হিটম্যান বিশাখাপত্তনম টেস্টেও করে ফেললেন হিটম্যানের রেকর্ড। কী সেই রেকর্ড?

এতদিন একটি টেস্টে সর্বোচ্চ ১৩টি ছক্কা মারার রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আক্রমের। তিনি একটি টেস্টে ১২টি ছক্কা মারেন। রোহিত এই টেস্টের প্রথম ইনিংসে ছক্কা মারেন ৬টি, দ্বিতীয় ইনিংসে ৭টি। অর্থাৎ এক টেস্টে ১৩টি। ফলে পিছন রয়ে গেলেন আক্রম। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে স্যার ডনকে ছুঁয়েছেন। ফলে শুধু ওয়ান ডে বা টি-২০ নয়, টেস্টেও রোহিত অচিরে হিটম্যান নাম পেতে চলেছেন।

Previous articleমহাষ্টমীতে বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
Next articleহাসিনা আমার অনুপ্রেরণা, বললেন আপ্লুত প্রিয়াঙ্কা