জম্মু-কাশ্মীরে 370 ধারা রদ হওয়ার পর থেকে দলের সর্বোচ্চ নেত্রী মেহবুবা মুফতি প্রশাসনিক সতর্কতামূলক ব্যবস্থার জেরে বন্দি। মাসাধিককাল পরে অবশেষে তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন পিডিপি নেতারা। সোমবার তাঁরা দেখা করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে। রবিবারই কাশ্মীরের অন্য দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমরের সঙ্গে সাক্ষাৎ করেন এনসি নেতারা। এরপরই জম্মু-কাশ্মীর প্রশাসন পিডিপি নেতাদের সোমবার মেহবুবার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। 370 ধারা রদের পর থেকে কাশ্মীর উপত্যকার গুরুত্বপূর্ণ নেতারা যাতে প্ররোচনা ও অশান্তি ছড়াতে না পারেন সেজন্য তাঁদের আটক করে সরকারি অতিথিশালায় কার্যত বন্দি করে রাখা হয়েছে।
