চমকে দিচ্ছে তেজস এক্সপ্রেস

দেশের প্রথম কর্পোরেট ট্রেন #তেজস_এক্সপ্রেস প্লেনের মত সুবিধাযুক্ত ট্রেন, সপ্তাহে ৬ দিন চলবে #লক্ষ্ণৌ_থেকে_দিল্লী । ট্রেন লেট হলে যাত্রীরা টাকা পাবে ১ ঘন্টাতে ১০০ টাকা আর ২ ঘন্টার জন্য ২৫০ টাকা, সত্যিই দেশ বদলাচ্ছে । বিমানের মত তেজস এক্সপ্রেস ব্যক্তিগত LCD এন্টারটেইনমেন্ট-কাম-ইনফোরমেশন স্ক্রিন, অন বোর্ড ওয়াই_ফাই সেবা, আরামদায়ক সিট, মোবাইল চার্জিং, ব্যক্তিগত রিডিং লাইট, মোড্যুলার বায়ো-টয়লেট আর সেন্সর টেপ ফিটিং এর সুবিধা আছে । ট্রেনের সকল স্টাফ মহিলা কর্মী, আর ট্রেনটি দেখভালের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন ( IRCTC) কে দেওয়া হয়েছে ।

Previous articleমমতার প্রতি কৃতজ্ঞ ছোট ও মাঝারি পুজোগুলি
Next articleপুজোর পুরস্কার : কারা বিচার করেন এবং কীভাবে?