তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায় মনে করেন, রাজ্য সরকারের ঘট ভাসান হয়ে গিয়েছে, এখন প্রতিমা বিসর্জনটাই বাকি। কাঁচড়াপাড়ার বাড়ির পুজোয় অষ্টমীর অঞ্জলি শেষে সাংবাদিকদের এই উপলব্ধির কথা জানালেন তিনি। মা দুর্গার কাছে কী চাইলেন, এই প্রশ্নের জবাবে একদা তৃণমূলে সেকেন্ড ইন কম্যান্ড বলেন, বাংলায় শান্তি চাই। এই অরাজকতা আর হানাহানি থেকে মুক্তি চাই। নারদকান্ড নিয়ে তাঁর প্রতিক্রিয়া, সিবিআই যতবার ডাকবে যাব।