সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাতেই এফআইআরের মুখোমুখি উদ্যোক্তারা

নবমীর দুপুরে বেলেঘাটার ৩৩ পল্লি পুজো সংগঠকদের বিরুদ্ধে হল এফআইআর। সাম্প্রদায়িক সম্প্রীতিকে থিম করতে গিয়ে আইনজীবীর এফআইআর-এর মুখোমুখি হতে হল সংগঠনের সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে।

বেলেঘাটা ৩৩ পল্লির পুজোর প্যান্ডালে ঝুলতে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের প্রতীক। মন্দির, মসজিদ, গির্জা, গুরদ্বারের রেপ্লিকা দিতে প্যান্ডাল। মাইকে মাঝে মাঝেই ভেসে আয়াছে চণ্ডীপাঠ, আজান, চার্চ বেলের। কয়েক দিন ধরেই বিষয় নিয়ে বিতর্ক হচ্ছিল। আইনজীবী শান্তনু সিংহ এফআইআর করতে গিয়ে বলেন, এই থিম ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। রুক্ষ কোনও ধর্মকে আঘাত করা নয়, কিন্তু কখনও মসজিদে আজান বা চার্চে গীতাপাঠ শোনা যায় কী? সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা। সকলে শাসক দলের ছাতার তলায় রয়েছে। আবার উদ্যোক্তারা অভিযোগকে পাত্তা না দিয়ে বলেছেন, সম্প্রীতি আমাদের ঐতিহ্য। সেটাই আমরা করেছি। মানুষও সেই কারনে আসছেন। যিনি প্রশাসনের দরবারে গিয়েছেন তিনি নিজে বিজেপির ধামাধরা। তাই বিস্মিত নই। প্রশাসন জানতে চাইলে বলব।

Previous articleপুলওয়ামায় বসে পাক সেনা-আইএসআইয়ের ভারতে হামলার ছক
Next articleআজহারের ছেলের সঙ্গে কার চারহাত এক হচ্ছে জানেন কী!