মান্নান আর অধীর একটু আরএসএস ঘেঁষা: কল্যাণ

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সম্পর্কে নতুন মূল্যায়ন শোনা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। তৃণমূল সাংসদের কথায়, মান্নান ও অধীর দুজনেই একটু আরএসএস ঘেঁষা। হঠাৎ কেন এই কথা বললেন কল্যাণ? রাজ্য রাজনীতির দুই পরিচিত মুখ, কংগ্রেসের বিধায়ক ও সাংসদকে নবমীর বিকেলে কল্যাণবাবুর কেন হঠাৎ আরএসএস ঘেঁষা মনে হল তার ব্যাখ্যা অবশ্য দেননি তিনি।