চিকিৎসাবিজ্ঞানে তিন নোবেল, দেহকোষে অক্সিজেনের মাত্রা নিয়ে যুগান্তকারী গবেষণা

2019-এর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। দেহকোষে অক্সিজেনের হ্রাস-বৃদ্ধিতে কী প্রতিক্রিয়া হয় সেই গবেষণার পথ ধরেই এসেছে নোবেল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম কেইলিন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্যার পিটার রাটক্লিফ, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গ্রেগ সেমেনজা আবিষ্কার করেছেন, নতুন ব্লাডসেল ও ভেসেলস তৈরির সময় অক্সিজেন স্তর কম হয়ে গেলে দেহকোষে কী প্রতিক্রিয়া হয়। এই গবেষণা অ্যানিমিয়া, ক্যানসার, হৃদরোগ ও আরও অন্যান্য রোগের চিকিৎসায় নতুন পথ দেখাবে।

এর আগে এই তিন বিজ্ঞানী লাসকার পুরস্কার পেয়েছিলেন। তিন বছর পর এল নোবেল। তাঁদের গবেষণার সূত্রেই তৈরি হয়েছে অ্যানিমিয়ার ওষুধ। রয়্যাল সোসাইটির সভাপতি ভেঙ্কি রামকৃষ্ণন বলেছেন, তিন বিজ্ঞানী যথার্থই এই পুরস্কারের যোগ্য। আমাদের শরীরের পক্ষে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। এর মাত্রা বেশি বা কম উভয়ই ক্ষতি করতে পারে। এর জন্য দেহকোষে কী প্রতিক্রিয়া হয় তা বুঝতে সাহায্য করবে তিন নোবেলজয়ীর গবেষণা।

Previous articleমান্নান আর অধীর একটু আরএসএস ঘেঁষা: কল্যাণ
Next articleকোন বিজয়কে চিহ্নিত করে “বিজয়া দশমী”? জেনে নিন পৌরাণিক ও ধর্মীয় তাৎপর্য