এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে ধুন্ধুমার বাধল রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায়। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে বিসর্জনের শোভাযাত্রা দেখতে যাওয়া এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। কয়েকজন তার প্রতিবাদ করেন।

পরে অভিযুক্ত যুবক দলবল নিয়ে এসে যুবতীকে মারধর করে বলে অভিযোগ। এই নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে ওই যুবকদের হাতাহাতি বাধে। পরিস্থিতি সামাল দিতে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কয়েকজন পুলিশ কর্মী-সহ বেশ কয়েকজন সংঘর্ষে জখম হয়েছেন। তাঁর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুন-রোগী মৃত্যু, কান ধরে ওঠবোস করতে হল ওয়ার্ডবয়কে
