Friday, May 16, 2025

রাইটসের সুপারিশ মেনে বাস সহ ভারী যান চলাচল বন্ধ ছিল আগেই। এবার সেতুটি ভেঙে ফেলার নিদান দিল মুম্বইয়ের এক বিশেষজ্ঞ সংস্থা। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বুধবার, নবান্নে রিপোর্ট জমা পড়েছে। তাতে বলা হয়েছে, টালা ব্রিজের যা অবস্থা তাতে, মেরামতি নয়, ভেঙে নতুন করে গড়তে হবে।

এর আগে আরেক বিশেষজ্ঞ সংস্থা রাইটস ব্রিজ পরীক্ষা করে জানায়, অবিলম্বে ভারী যান চলাচল বন্ধ না হলে মাঝেরহাট ব্রিজের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তার পরেই বাস সহ ভারী গাড়ি চলাচল বন্ধ করা হয়। তখনই সিদ্ধান্ত হয়েছিল আরও একটি সংস্থা দিয়ে পরীক্ষা করে দেখা হবে, ব্রিজটি ভেঙে ফেলার প্রয়োজন কি না। মুম্বইয়ের সেই সংস্থাই এদিন রিপোর্ট জমা দেয়। সেতু ভাঙার পরামর্শই দিয়েছে তারা। এই বিষয়ে শনিবার বৈঠক করা হবে। তারপরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

পঞ্চমীর দিন টালা ব্রিজ পরিদর্শন করেছিলেন ব্রিজ বিশেষজ্ঞ ভিকে রায়না। তাঁর দেওয়া এই রিপোর্ট এবার খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আগামী ১২ অক্টোবর নবান্নে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এই বৈঠকেই ব্রিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। ব্রিজ ভেঙে ফেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ১২ অক্টোবরের বৈঠকে। সেখানেই টালা ব্রিজ-এর ভবিষ্যৎ নির্ধারণ হবে।

আরও পড়ুন-কলকাতা পুরভোটে এগিয়ে তৃণমূল

 

Related articles

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা...
Exit mobile version