বিজয়া দশমীতে বাড়ি ফিরল কফিনবন্দি দেহ

সারা রাজ্য যখন শারদোৎসবে মাতোয়ারা, মহানবমীতে তখনই দুঃসংবাদ পৌঁছেছিল বাঁকুড়ার গঙ্গাজলঘাটির গোয়ালডাঙায়। সেখানকার বাসিন্দা বিএসএফ জওয়ান আশিসকুমার ঘোষ ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত ছিলেন। অষ্টমীর দিন নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তে টহল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশিস। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর বাড়িতে পৌঁছাতেই উৎসবের আনন্দ ম্লান হয়ে যায়। এরপর দশমীর সকালে যখন প্রতিমা যাচ্ছে নিরঞ্জনের পথে, তখনই কফিন বন্দি হয়ে বাড়ি ফেরে আশিসের দেহ। শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।