বিদায়কালে রেকর্ড গড়ল বর্ষা

একাদশীর সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টি চলবে আরও কয়েকদিন। দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প ঢুকে যাওয়ায় এই পরিস্থিতি। এই বৃষ্টির মধ্য দিয়েই বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিদায় নেওয়ার আগে রেকর্ড গড়ল বর্ষা। দিল্লির মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ বছরে বর্ষায় এত বৃষ্টিপাত হয়নি। সাধারণত বর্ষা বিদায় শুরু হয়ে যায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এবার বিদায়ের সূচনাই হচ্ছে ১০ অক্টোবর নাগাদ। জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা ছিল এবছর। গত বছর স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়েছিল। এবার বৃষ্টিপাত অনেকটাই বেশি। তবে এমন রেকর্ড ভাঙা বৃষ্টির পূ্র্বাভাস দিতে পারেনি মৌসম ভবন।

আরও পড়ুন-সুজিতের অগ্নিবাণ হজম করে নিল সল্টলেকের রাবণ

 

Previous articleসিমোনের বিশ্বরেকর্ড
Next articleশেষ আটে মেরি কম