পিঁয়াজের দামে ঝাঁঝ, এবার পাল্লা দিচ্ছে টমাটোও

পিঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল। পিঁয়াজ নিয়ে হোয়াটস অ্যাপে ট্রোলও শুরু হয়ে যায়। পুজো শেষ হওয়ার পরে পিঁয়াজ এখনও ৭০-৭৫ টাকা কেজি। এবার টমাটো তাকে ছাড়িয়ে গিয়েছে। ৮০ টাকা প্রতি কেজি! এদিন কিছুটা কমে ৬০ টাকার আশপাশে। রাজ্যের মতো রাজধানী দিল্লিতেও একই অবস্থা। কিন্তু পিঁয়াজের মতো হঠাৎ টমাটোর দাম আকাশছোঁয়া? মূলত দক্ষিণের রাজ্যগুলিতে টমাটো বেশি উৎপাদন হয়। সেখানে অতি বৃষ্টির কারনে যোগান কমেছে। কর্ণাটক, তেলেঙ্গানা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার একাধিক পদক্ষেপ করলেও এখনও তার ফল মেলেনি।

আরও পড়ুন-ডিএ বিতর্ক পার্থ-দিলীপের

 

Previous articleডিএ বিতর্ক পার্থ-দিলীপের
Next articleমোদি-মামলায় রাহুল সুরাটে