উৎসবের মরশুমেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত

উৎসব উপলক্ষে লম্বা ছুটিতে প্রসূতি ও শিশুরা যাতে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয়, সে কারণেই জনকল্যাণকর সিদ্ধান্ত রাজ্যের আইসিডিএস ডিরেক্টরেটের। উৎসবের মরশুমে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে রাখা হবে বলে জানানো হয়েছে৷ আগামী উৎসবের দিনগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাভাবিক কাজ ও পুষ্টিকর খাদ্য বিলি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরজন্য চলবে বিশেষ নজরদারি।

দুর্গাপুজো উপলক্ষে ৪দিন বন্ধ ছিল রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। সপ্তমী, নবমী ও দশমী কর্মীদের ছুটি দেওয়া হয়। আর অষ্টমী রবিবার পড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ছিল। ফলে টানা চারদিন খাবার বিলি হয়নি। এরপর দীপাবলি, ছট পুজো, জগধাত্রী পুজা সহ সব উৎসবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যে বহু সরকারি অফিস ছুটি থাকবে৷ ফলে ওই ছুটির দিনগুলিতেও যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু থাকে সেই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে৷ কেন্দ্রগুলির খোলা আছে কি না তা দেখতে বিশেষ নজরদারি চালানো হবে।

আরও পড়ুন-শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন উপত্যকার ৩ নেতা

 

Previous articleশর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন উপত্যকার ৩ নেতা
Next articleওভারহেড তার ছিড়ে বিপত্তি