শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন উপত্যকার ৩ নেতা

পর্যটকদের জন্য উপত্যকায় যাওয়ার অনুমতির দিনই শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন কাশ্মীরের ৩ নেতা। প্রায় আড়াই মাস পরে বৃহস্পতিবার ওই তিনজনকে মুক্তি দিচ্ছে জম্মু-কাশ্মীর প্রশাসন। ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই রাজ্যের সব রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করা হয়।

তাঁদের মধ্যে থেকে ইয়ার মীর, নূর মহম্মদ, সোয়াইব লোনকে এদিন মুক্তি দেওয়া হচ্ছে। ইয়ার মীর রফিবাদ বিধানসভার পিডিপি বিধায়ক, নূর মহম্মদ ন্যাশনাল কনফারেন্সের কর্মী। সোয়াইব লোন প্রাক্তন কংগ্রেস নেতা। তাঁরা শান্তি ও শৃঙ্খলাভঙ্গের মতো কোনও কাজ করবেন না বলে মুচলেকা দিয়েই মুক্তি পাবেন।

২১ সেপ্টেম্বর মুক্তি পান পিপিলস কনফারেন্সের নেতা ইমরান আনসারি ও সৈয়দ আখুন। স্বাস্থ্যের কারণেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই পর্যটকদের উপত্যকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। খুলেছে স্কুল-কলেজও।

আরও পড়ুন-মোদি-মামলায় রাহুল সুরাটে

 

Previous articleঅসময়ের বৃষ্টিতে বাড়বে সব্জির দাম, সংকটে লক্ষ্মীপুজো
Next articleউৎসবের মরশুমেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত