অসময়ের বৃষ্টিতে বাড়বে সব্জির দাম, সংকটে লক্ষ্মীপুজো

শীতের সব্জি বাজারে আসতে শুরু করলে দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কিন্তু এবার বোধহয় তা আর হবেনা। অসময়ের বৃষ্টি নাগালের বাইরে করে দিতে পারে সব্জি-আনাজকে। ঝিঙে, ঢ্যাঁড়শ, টমেটো, উচ্ছে, বেগুনের দাম মাসখানেক আগে থেকেই চড়ছে। কিন্তু পুজোর দিনগুলিতে, বিশেষ করে দশমী, একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে ভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তার জেরে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মুলোর মতো শীতকালীন সব্জিগুলির ফলন মার খাওয়ারই আশঙ্কা করছেন চাষি থেকে সব্জি ব্যবসায়ীরা। ফলে এ বারের লক্ষ্মীপুজোয় বাজার দর থাকবে আরও অনেকটা চড়া।

কৃষি দপ্তরের মতে, বৃষ্টিটা মুষলধারায় কিংবা একনাগাড়ে চললে ফুলকপি, বাঁধাকপি, ওলকপিতে পচন ধরবে। যে সব্জিগুলি ইতিমধ্যেই মাঠে রয়েছে, সেগুলি বাজারে আসতে না-পারলে শীতকালীন সব্জিগুলি বাজারে আসার ক্ষেত্রে দেরি হবে। স্বভাবতই দামের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। বিশেষত মাঠে যে ফুলকপির ইতিমধ্যেই ফুল এসে গিয়েছে, বৃষ্টিতে সেই ফুল পচে যাওয়ার আশঙ্কা থাকছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। তবে তীব্রতা কম থাকবে।

আরও পড়ুন-পিঁয়াজের দামে ঝাঁঝ, এবার পাল্লা দিচ্ছে টমাটোও

 

Previous articleস্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার
Next articleশর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন উপত্যকার ৩ নেতা